রাজধানীর কালশিতে ড্রেনে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শারীরিকভাবে দুর্বল হলেও তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে রাজধানীর কালশীতে খালে পড়ে যাওয়ার পর পানির তোড়ে ড্রেনের ভেতরে চলে যান তিনি। তখন থেকেই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মিরপুর কালশী এলাকার রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেন মানসিক ভারসাম্যহীন শামসুল হক মানিক। বৃহস্পতিবার সকালে নিজেই খালে নেমে পড়েন। প্রত্যক্ষদর্শী পথচারীরা উঠে আসতে বললেও কানে তোলেননি মানকি। ড্রেনের সংযোগস্থলে আসতেই পানির তোড় ভাসিয়ে নেয় তাকে। তবে দুর্ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। তারা ভূগর্ভস্থ ড্রেন লাইন ধরে তাকে খুঁজে বের করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কমান্ডার মো আবুল বাশার।
অবশেষে প্রায় ছয় ঘণ্টা অভিযানের পর বিকাল তিনটায় মানিককে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ কামাল জানান, উদ্ধারের পর পুলিশের সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করেছে।
এখন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার চিকিৎসা চলছে। হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত। তবে বিষাক্ত গ্যাসে দীর্ঘক্ষণ থাকায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। দুবর্লতা কাটিয়ে উঠতে তার আরও কয়েকদিন বিশ্রাম করতে হবে বলেও জানিয়েছেন তারা।
Leave a reply