জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে সরে আসার পর আবারও সংস্থাটিতে ফিরে আসলো যুক্তরাষ্ট্র। বছর তিনেক আগে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে সংস্থাটি থেকে বেরিয়ে গিয়েছিল দেশটি।
গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র। ক্যামেরুন, ইরিত্রিয়া এবং সংযুক্ত আরব আমিরাতও এদিন যুক্ত হয় সংস্থাটিতে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জেনেভা ভিত্তিক সংস্থাটিতে ফেরার কথা জানান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে ফেরার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। ডব্লিওএইচও এবং প্যারিস জলবায়ু চুক্তি সম্পর্কে ভবিষ্যৎ নির্ধারণেও আলোচনার টেবিলে বসতে রাজি। মানবাধিকার পরিষদের কাঠামোগত সংস্কারে কাজ করতে ইচ্ছুক আমরা; পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে নেবো মূল্যবোধ। কাউন্সিলের সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনায় যুক্তরাষ্ট্রের পাশে থাকাটাও জরুরি।
এম ই/
Leave a reply