২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারে ইসরায়েল

|

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। ছবি: সংগৃহীত

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারে ইসরায়েল। এরইমধ্যে ইসরায়েল প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও রাষ্ট্রপতি আইজ্যাক হেরজগের সাথে দেখা করতে দুই দিনের ইসরায়েল সফরে গিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

সংযুক্ত আরব আমিরাত এবং আরও দেশের সাথে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করুক ইসরায়েল, এমনটিই চায় ফিফা। ইনফ্যান্তিনোই এ বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।

তবে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন ইনফ্যান্তিনোর এই ইসরায়েল সফরকে ভালোভাবে নেয়নি। একটি বিবৃতিতে তারা জানায়, ইনফ্যান্তিনোকে স্বাগত জানাতে না পারায় আমরা দুঃখপ্রকাশ করছি। তবে আন্তর্জাতিক ফুটবল সম্পর্কিত মূল্যবোধ নিয়ে করা ইনফ্যান্তিনোর বার্তার কোনো বহিঃপ্রকাশ আমরা তার এই সফরে দেখতে পাচ্ছি না। তাছাড়া রাজনৈতিক ওই সভার সাথে ফুটবলের কোনো সম্পর্ক আছে বলেও মনে করি না আমরা।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply