মাওবাদী নেতার মৃত্যু, কেউ পেল না ৫৭ লাখ টাকা

|

মাওবাদী নেতা রামকৃষ্ণ। সংগৃহীত ছবি

ভারতের মাওবাদীদের শীর্ষস্তরের নেতা আক্কিরাজু হরগোপাল ওরফে রামকৃষ্ণ মারা গেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

দেশটির ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার এলাকায় দণ্ডকারণ্যের গভীর জঙ্গলে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক অজানা রোগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত্যুর সময় পর্যন্ত রামকৃষ্ণ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সীমান্তে মাওবাদীদের স্পেশাল জোনাল কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। তাকে জীবন্ত অবস্থায় ধরে দেয়ার জন্য অন্ধ্রপ্রদেশ সরকার ৫০ লাখ রুপি (৫৭ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছিল।

২০০৪ সালে অন্ধ্রপ্রদেশের সেই সময়ের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি যখন মাওবাদীদের সাথে শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করেছিলেন তখন মাওবাদীদের পক্ষে সেই প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন রামকৃষ্ণ। ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের মুখমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ওপর হামলা এবং ২০০৮ সালে বালিমেলায় হামলায় জড়িত আসামিদের একজন ছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply