পুলিশের ব্যারিকেডে হাত-পা কাটা ঝুলন্ত মরদেহ, আতঙ্কে দিল্লি

|

দিল্লির সিংঘু সীমান্তে নতনি করে জেগে উঠছে কৃষক আন্দোলন। ছবি: সংগৃহীত।

ভারতের দিল্লির সিংঘু সীমানায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বছর ৩৫ এর ওই যুবকের হাতের কব্জি এবং পায়ের একটি পাতা বিচ্ছিন্ন। মরদেহটি উলটোভাবে পুলিশের একটি ব্যারিকেডে ঝুলিয়ে দেয়া ছিল। শুক্রবার (১৫ অক্টোবর) মরদেহটি উদ্ধারের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। খবর এনডিটিভির।

জানা গেছে, যে স্থান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে তার কিছুদূরেই ছিল কৃষক আন্দোলন মঞ্চ। দীর্ঘসময় ধরে ভারতে চলে আসা এই আন্দোলন সম্প্রতি গতি কিছুটা হারালেও থেমে যাননি কৃষকরা। তবে এরই মধ্যে আন্দোলন মঞ্চের পাশেই এমন হত্যাকাণ্ড নিয়ে খোদ কৃষকদের মধ্যেই সৃষ্টি হয়েছে অসন্তোষ। সিংঘু সীমান্তে আবারও ক্ষোভে ফুঁসে উঠেছেন কৃষকরা।

এই হত্যার পেছনে কে বা কারা আছে তা এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ। তবে তাদের হাতে একটি ভিডিও ফুটেজ এসেছে। এর আগে শুক্রবার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, পঞ্জাবি নিহাং সম্প্রদায়ের কিছু মানুষ এক যুবকের উপর অত্যাচার করছে। মাটিতে ফেলে মারধর করা হচ্ছে ওই যুবককে।

পঞ্জাবি যোদ্ধা সম্প্রদায় বলে নিজেদের দাবি করে নিহাংরা। ভাইরাল হওয়া আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবককে উলটো করে পুলিশের ব্যারিকেডের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছে তারা। আতঙ্কে চোখ মুখ বিকৃত হয়ে যাচ্ছে যুবকের। তার কাটা হাত থেকে অঝোরে রক্ত পড়তে দেখেও সাহায্য করতে এগিয়ে আসছেন না কেউ।

ভিডিওগুলোতে যে যুবককে দেখা যাচ্ছে, সেই উদ্ধারকৃত নিহত ব্যক্তি কি না নিশ্চিত হওয়া যায়নি এখনও। ভিডিওগুলো খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি এ নিয়ে জোর তদন্তে নেমেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply