পার্লামেন্টে ছুরিকাহত ব্রিটিশ সাংসদ

|

সাংসদ স্যার ডেভিড আমেস।

পার্লামেন্টে সাংসদদের সাথে এক মিটিংয়ে এসে ছুরিকাহত হয়েছেন ব্রিটিশ সাংসদ স্যার ডেভিড আমেস(৬৯)। তিনি কনজারভেটিভ পার্টির একজন সাংসদ। খবর বিবিসি’র।

এসেক্স পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর বারোটা পাঁচ মিনিটে সাংসদ স্যার ডেভিড আমেসের ওপর হওয়া আক্রমণের রিপোর্ট পায়। ঘটনাস্থলে গিয়ে তারা আক্রমণে ব্যবহৃত ছুরি ও একজনকে গ্রেফতার করেছে।

নিজ দলের সাংসদের ওপর হওয়া হামলার প্রতিবাদে কনজার্ভেটিভ পার্টির সাবেক নেতা স্যার লেইন ডানকান স্মিথ বলেন, এমন দূর্দিনে আমরা ডেভিড ও তার পরিবারের পাশে আছি। এমন সহিংস আচরণ আমাদের দেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করবে। এসব সহ্য করা ঠিক হবে না। ডেভিডের দ্রুত সুস্থতা কামনা করি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌ‌হিত্র ও ব্রিটিশ এম‌পি টিউ‌লিপ রে‌জোয়ানা সি‌দ্দি‌কের গাড়ি‌তেও প্রতি‌হিংসামূলক হামলার ঘটনা ঘ‌টে‌ছে। এসব ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংসদরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply