রাজনীতির মাঠে বেশ ঝানু খেলোয়াড় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এবার ফুটবল মাঠেও দেখালেন তার প্রতিভার ছাপ। এক চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে নেমেই গোল আদায় করেছেন পেনাল্টি শটের মাধ্যমে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজের স্ত্রীর দ্বারা পরিচালিত একটি চ্যারিটি প্রতিষ্ঠানের ফান্ড গঠনের জন্য মাঠে নেমেছিলেন ম্যাকরন।
এই ম্যাচে মিডফিল্ডে খেলেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলে স্পর্শ করতেই গ্যালারির সবাই একসাথে গলা মিলিয়ে ওঠেন।যখন ম্যাকরনের দল পেনাল্টি পায় তখন তার দলের বাকি সদস্যরা তাকেই শট নেয়ার জন্য বলে। অবশ্য পেনাল্টিতে গোল হলেও তার শটটি খুব বেশি শক্তিশালী ছিলো না।
প্যারিসের বাইরে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচটিতে ৪৩ বছর বয়সী ম্যাকরন ছাড়াও খেলেছেন সাবেক আর্সেনাল কোচ ৭১ বছর বয়সী আর্সেন ওয়েঙ্গার ও সাবেক ডিফেন্ডার ৫৩ বছর বয়সী মার্শেল ডিসেইলি।
ম্যাকরন তার বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত ফুটবল খেলেছেন। যদিও তিনি টেনিসেই বেশি আগ্রহী ছিলেন। এদিন তিনি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের কাজ কতদূর তা পরিদর্শন করেন।
Leave a reply