সৌদি আরবের সুরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: ব্লিংকেন

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন । সৌদির সুরক্ষায় ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ওয়াশিংটনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (১৫ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। আমরা রিয়াদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রিন্স ফয়সাল দুই দেশের মধ্যে শক্তিশালী অংশিদারিত্বের প্রশংসা করে বলেন, আমাদের সম্পর্ক দুই দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply