মৌসুমের প্রথম আসর ক্লাব কাপ হকির ফাইনালে আজ (১৬ অক্টোবর) মাঠে নামছে মেরিনার ইয়াংস ও আবাহনী লিমিটেড। বেলা তিনটায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সেমিফাইনালে সোনালী ব্যাংককে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আবাহনী। আর মোহামেডান না আসায় সরাসরি ফাইনালে উঠে যায় মেরিনার্স। এর আগে নিজ নিজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল দু’দলই।
আগেই পাঁচ বিদেশি ছিল মেরিনার্সের ডেরায়। এই ম্যাচে আরামবাগের দলটিতে যোগ হয়েছেন মোহাম্মদ শারিক নামের আরও একজন ভারতীয়কে।
Leave a reply