উন্নয়ন করতে গিয়ে কিছুতেই কৃষি জমি নষ্ট করা যাবে না। উন্নয়শীল দেশের মর্যাদা ধরে রাখার সাথে সাথে খাদ্য উৎপাদনের ধারাও বজার বজায় রাখতে হবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধু কৃষির উৎপাদন নয়, কৃষিপণ্য বাজারজাতকরণেও সরকার জোর দিচ্ছে, জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদন এমন পর্যায়ে আছে যে খাদ্য ঘাটতি দেখা দেবে না। দুই হাজার একশো সাল পর্যন্ত উৎপাদনের ঘাটতি হবে না, এমন পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই খাদ্য আইন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করা হয়েছে। সংস্থাটি দেশের মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।
Leave a reply