কমেছে বিদেশি বিনিয়োগের প্রস্তাব

|

করোনার ধাক্কায় দেশে বিদেশি বিনিয়োগ নিবন্ধন কমেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে যে বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৬ শতাংশ কম। তবে আশার আলো দেখিয়েছেন স্থানীয় বিনিয়োগকারীরা। ছয় মাসে তাদের প্রস্তাব বেড়েছে ১৩৯ শতাংশ।

বিডার তথ্যমতে, গত ৬ মাসে ৫৭টি বিদেশি ও যৌথ শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য নিবন্ধন করেছে। তাদের বিনিয়োগ প্রস্তাব ১৯ কোটি ৩৬ লাখ ডলারের। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ১২০ কোটি ডলার কম।

তবে বিনিয়োগের জন্য বিদেশিরা তেমন এগিয়ে না এলেও বসে নেই দেশের উদ্যোক্তারা। চলতি বছরের প্রথম দিকে বিডায় ছয় মাসে স্থানীয় বিনিয়োগের নিবন্ধন বেড়েছে উল্লেখযোগ্য হারে। ওই সময় ৪৫৭টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়ে ৩১১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৮১ কোটি ডলার বেশি।

তবে গত বছর রাসায়নিক, কৃষি, সেবা এবং প্রকৌশল খাতে বেশি বিনিয়োগ প্রস্তাব এলেও এবার বেশি প্রস্তাব আসছে বিদ্যুৎ খাতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply