রবি শাস্ত্রীর পর এবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে বোলিং কোচ হলেন পরেশ মামব্রে। বিসিসিআই-এর এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিসিসিআই-এর ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দ্রাবিড় জানিয়েছেন তিনি ভারতীয় দলের পরবর্তী কোচ হতে তৈরি। জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবেন তিনি।
উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের পর মেয়াদ শেষ হয়ে যাবে রবি শাস্ত্রীর। সেই সাথে দায়িত্ব ছাড়বেন ভরত অরুণসহ বেশ কয়েকজন। তারপর কোচ কে হবেন সেই নিয়ে একাধিক নাম উঠে আসছিল। এরই মধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সাথে দ্রাবিড়ের কথা হয়েছে বলে জানা গিয়েছে। তাকেই আগামী দু’বছরের জন্য দায়িত্ব দিতে চাইছেন বোর্ডের প্রধান। অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ হতে চলেছেন দ্রাবিড়।
তবে জানা গেছে, ভারতীয় দলের প্রধান কোচ এবং বোলিং কোচ পাল্টে গেলেও ব্যাটিং কোচ হিসেবে থাকছেন বিক্রম রাঠৌরই। দ্রাবিড়ের সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বছরে ১০ কোটি রুপি চুক্তি হতে পারে তার সাথে।
Leave a reply