কুমিল্লা-নোয়াখালীর ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

জাতীয় শিল্পকলা একাডেমিতে বক্তব্যরত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  কুমিল্লা-নোয়াখালির ঘটনায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন আপনারা ধৈর্য ধরুন। এ বিশৃঙ্খলার পশ্চাতে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে জনগণের সামনে হাজির করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা মুসলমানরা পবিত্র কোরআনকে হৃদয়ে ধারণ করি। তবে কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি ঘটনা সেরকম ঘটেনি।

এসময়, কুমিল্লার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply