জাম্বুরাই হয়ে উঠতে পারতো পাহাড়ের সম্ভাবনাময় ফল

|

একসময় যে জাম্বুরা চাষ করে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল পার্বত্যাঞ্চলের কৃষকরা, এখন সেটাই বদলে দিয়েছে রাঙ্গামাটির কৃষকদের ভাগ্য। স্থানীয় চাহিদা মিটিয়ে নৌ আর সড়কপথে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে পাহাড়ে উৎপাদিত সুস্বাদু এ ফলটি।

রাঙামাটির লেক এখন নৌকাবোঝাই পাহাড়ি জাম্বুরার দখলে। লংগদু, বরকল, বাঘাইছড়িসহ ১০ উপজেলার পাহাড়ি ১২শ ১০ হেক্টর জমিতে চাষ হয়েছে ভিটামিন সমৃদ্ধ এ ফল। তবে বৃষ্টি কম হওয়ায় এবার আকারে ছোট হয়েছে জাম্বুরা, মিলছে না আশানুরূপ দাম। পাহাড়ে হিমাগার না থাকায় নষ্টও হচ্ছে ফলটি, যা ক্ষতির মুখে ফেলছে কৃষকদের। প্রতি হাজার জাম্বুরা বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ হাজার টাকায়।

দুর্গম পথ হওয়ায় পরিবহন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। তার ওপর আবার পথে পথে দিতে হয় চাঁদা। ফলে সম্ভাবনাময় হলেও কৃষকদের পক্ষে লাভের মুখ দেখাই দুষ্কর হয়ে উঠছে।

তবে রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক জানাচ্ছেন, ফলন বাড়াতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এবার প্রতিহেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১২ মেট্রিকটন জাম্বুরা।

আর সহজ শর্তে কৃষকদের ঋণসহ কৃষি সহায়তা ও পাহাড়ে উৎপাদিত ফলগুলো সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি সংশ্লিষ্টদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply