ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে প্রধান সূচক প্রায় ২২ পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩শ ৪৫ পয়েন্টে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জ শরিয়াহ, ডিএসইএস সূচক যৎসামান্য পয়েন্ট বেড়ে ১ হাজার ৫শ ৯৬ পয়েন্ট এবং ডিএসই থার্টি সূচক সাড়ে আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭শ ৫৭ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ হাতবদল হয়েছে ১৮৪৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১৯৬২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে ৯৭ টি প্রতিষ্ঠানের, কমেছে ২৫৯টির, আর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল লাফার্জ হোলসিম। প্রতিষ্ঠানটির মোট ১৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসইর প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্টেরও বেশি।
সিএসইতে আজ হাতবদল হয়েছে ৮১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৮১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৯০টির। আর অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
Leave a reply