Site icon Jamuna Television

নববধূর সাথে দেখা করেই ট্রেনের নিচে ঝাঁপ দিলেন প্রবাসী

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন শরিফুল ইসলাম নামে এক প্রবাসী। নিহত শরিফুল ইসলামের বাড়ি সখীপুর উপজেলার দেওবাড়ি চাকলাপাড়া গ্রামে।

শনিবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই কাটা পড়ে নিহত হন শরিফুল। শরিফুলের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানায়, কয়েকমাস বাসাইল উপজেলার নাইকানী বাড়ি এলাকায় বিয়ে করেন শরিফুল। বিয়ের আগে দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নববধূর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি যান শরিফুল। পরদিন সেখান তিনি মসজিদে নামাজ পড়ে দীর্ঘ সময় রেললাইনে বসে ছিলেন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি দেখতে পেয়ে তিনি ট্রেনটির নিচে ঝাঁপ দেন।

এসআই মজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশটি রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

Exit mobile version