ওমান-পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা।
চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলতে না পারলেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে পাওয়া যাবে প্রথম ম্যাচ থেকেই। পাশাপাশি একাদশে ফিরবেন আইপিএলের ফাইনাল খেলে দলের সাথে যোগ দেয়া সাকিব আল হাসান। এছাড়াও খেলবেন আইপিএল খেলা মুস্তাফিজও।
যেহেতু আইসিসির টুর্নামেন্ট, তাই উইকেট স্পোর্টিং হতে পারে। তাই আজ একাদশে স্পিনার আধিক্য নাও থাকতে। তবে দলের একাদশ প্রসঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, বেশি স্পিনার নিয়ে খেলব না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল নিয়ে খেলেছি খুব সম্ভবত আজকের ম্যাচেও তেমন দল হবে।
[ আরও পড়ুন>>> স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দেখা, প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি? ]
মাহমুদউল্লাহ’র কথা থেকে বুঝা যায়, আজ দলে তিন পেসার থাকার সম্ভাবনা রয়েছে। মোস্তাফিজুর রহমানকে সঙ্গ দিতে পারেন সাইফউদ্দিন এবং ভ্যারিয়েশনের জন্য দলে তাসকিনের বদলে শরিফুলকে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তিন পেসার খেললে সেক্ষেত্রে বাদ যেতে পারেন স্পিনার নাসুম আহমেদ।
অন্যদিক, ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে সৌম্য দারুণ ফর্ম ধরে রাখায় তার একাদশে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাইম। বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন মেহেদি হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
Leave a reply