রাজধানীর খিলক্ষেতে চিকিৎসকের মরদেহ উদ্ধার

|

প্রতীকী ছবি।

রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ফ্ল্যাট থেকে জয়দেব কুমার দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) সকালে খিলক্ষেত নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফ্ল্যাটের কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে দরজা ভেঙে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান মরদেহ উদ্ধারের সময় জয়দেবের হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল। হাতে ক্যানোলা করা ছিল। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত জয়দেব সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সদ্য ডাক্তারি পাস করেন। পাঁচ-ছয়দিন আগে তিনি ঢাকায় আসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply