ভালোবাসা ঠিক স্রোতের মতোই বয়ে চলে। শত বাধা-বিপত্তিকে টপকে আপন গতিতে এগিয়ে চলে সম্পর্ক। তবে অনেক সময় কোথাও গিয়ে ছন্দ পতন ঘটে, ভাঙে বহু দিনের স্বপ্ন। তাই বলে কি এখানেই শেষ? সাবেককে ক্ষমা করে আবারও নতুন দিনের পেছনে ছুটে চলে মানুষ। তবু আজকের এই দিনে একটু পেছন ফিরে তাকানো, একটু বলে ওঠা, ‘যাও ক্ষমা করলাম’।
১৭ অক্টোবর। প্রাক্তনকে ক্ষমা করার দিন বা ফরগিভ এন এক্স ডে। ২০১৮ সালে মার্ক অ্যান্থনির হাত ধরে শুরু হওয়া এই বিচিত্র দিবসটির চর্চা বেশিরভাগই থাকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে। এরই মধ্যে ‘হ্যাশট্যাগ ফরগিভ এন এক্স ডে’ এ ভরে গেছে অনেকের ফেসবুকের নিউজফিড।
ক্ষমা মানব চরিত্রের সবচেয়ে মহৎ একটি গুণ। আজকের এই দিনে সব ভুলে প্রাক্তনতে ক্ষমা করার জন্য প্রয়োজন শুধু একটি ইচ্ছা ও উদ্যোগ। তাই বলতেই পারেন, ‘যাও, আজ ক্ষমা করলাম’।
Leave a reply