টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো ওমান। সেই সাথে বাংলাদেশকেও দিয়ে রাখলো প্রচ্ছন্ন এক বার্তা, তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই একদমই।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার জতিন্দার সিং ও আকিব ইলিয়াসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৮ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে স্বাগতিক ওমান। ৭টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৭৩ রান করা জতিন্দার সিং ছিলেন অপেক্ষাকৃত বেশি আগ্রাসী। অপর ওপেনার আকিব ইলিয়াসও তুলে নিয়েছেন ফিফটি। ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫০ রান করেন ইলিয়াস।
এর আগে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে পাপুয়া নিউগিনি। জিশান মাকসুদের বোলিং তোপে অধিনায়ক আসাদ ভালা এবং চার্লস অ্যামিনির ৮১ রানের জুটিকে কাজে লাগিয়ে ১৩০ এর বেশি রানের টার্গেট ওমানকে ছুড়ে দিতে পারেনি পাপুয়া নিউগিনি। ওমান অধিনায়ক জিশান মাকসুদ নেন ২০ রানে ৪ উইকেট। এছাড়া দুই পেসার বিলাল খান ও কালিমুল্লাহ নেন দুটি করে উইকেট।
Leave a reply