জামিন না পাওয়ায় আগামী বুধবার পর্যন্ত জেলে থাকবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জেলেই চলছে আরিয়ানের কাউন্সিলিং। তাকে নেশামুক্ত এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। এক্ষেত্রে এনসিবিকে যথেষ্ট সহযোগিতা করছেন আরিয়ান।
১৫ অক্টোবর বলিউড বাদশাহর ছেলের জামিনের আবেদন স্থগিত রাখে মুম্বাই সেশন কোর্ট। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হয়ে ওইদিন জিজ্ঞাসাবাদ করেন অয়াডিশানাল সলিসিটর জেনারেল অনীল সিং।
তিনি আদালতে জানান, কয়েক বছর ধরে প্রতিদিনই মাদক সেবন করতেন আরিয়ান খান। এমনকি মহাত্মা গান্ধীকে টেনে এনেও জামিন খারিজের পক্ষে জিজ্ঞেস করেন তিনি। বলেন, এটা মহাত্মা গান্ধীর দেশ। এই ধরনের স্বভাব দেশের যুবদের খারাপ পথে চালিত করবে।
তিনি আরও বলেন, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে যে অভিযোগ করছে কেন্দ্রীয় সংস্থা সেটি ভুল। দুই পক্ষের বক্তব্য শোনার পর ২০ অক্টোবর পর্যন্ত রায়দান স্থগিত রাখেন বিচারক। এরপরই জেলে আরিয়ানের কাউন্সিলিং শুরু হয়।
Leave a reply