পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৩৯। কাইল কোয়েটজারকের উইকেট ফেলার পর মেহেদি হাসানের জোড়া আঘাতে বিপাকে স্কটল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। স্কটিশ অধিনায়ক কোয়েটজার শূন্য রানেই ফিরে যান সাইফুদ্দিনের ইয়র্কারে বোল্ড হয়ে। তারপর থেকেই অপর ওপেনার জর্জ মান্সিকে সাথে নিয়ে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান ম্যাথু ক্রস। কিন্তু মেহেদি হাসান বোলিংয়ে এসেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ক্রসকে। দুই বল পর জর্জ মান্সিকে পরিষ্কার বোল্ড করে ফেরান মেহেদি হাসান
তিন পেসার তাসকিন, মোস্তাফিজ ও সাইফুদ্দিনের বলে রান করার জন্য সংগ্রাম করতে হচ্ছে স্কটল্যান্ডকে। নাসুম হোসেন না থাকায় স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সাকিব এবং মেহেদির উপরই থাকছে।
প্রতিবেদনটি লেখার সময় স্কটল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান।
Leave a reply