মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে করোনা বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। ফলে বিপুল সংখ্যক মুসল্লি দুই পবিত্র মসজিদে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
শনিবার (১৭ অক্টোবর) সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নতুন এই নির্দেশনা দেয়। যা স্থানীয় সময় রোববার সকাল থেকে কার্যকর হয়েছে।
বলা হয়, মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন।
এছাড়া আন্তর্জাতিক ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেটকারের সম্পূর্ণ সিট ব্যবহার করতে পারবেন। তবে হোটেলের ক্ষেত্রে প্রতি রুমে সর্বোচ্চ ২ জন করে থাকতে হবে। এছাড়া ওমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য উন্মুক্ত স্থানে মাস্ক পড়া আর বাধ্যতামূলক থাকছে না। তবে বদ্ধ যায়গায় পড়তে হবে মাস্ক।

