টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব

|

টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

লাসিথ মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে চলমানে ম্যাচে মাইকেল লিস্ককে আউট করার মধ্য দিয়েই মালিঙ্গার ১০৭ উইকেটকে টপকে গেলেন তিনি।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করলেন ১০৮টি উইকেট। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এর মাধ্যমে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ হাজার রান এবং ১০০ উইকেটের বিশ্বরেকর্ড গড়েন বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার।

সাকিব আল হাসান এখন আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আছেন সবার উপরে। শুধু তাই নয়, ওয়ানডেতে অলরাউন্ডারদের সিংহাসনও এখন সাকিবের দখলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply