ঢাকায় ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন পুলিশ হেফাজতে মারা যায়নি বলে জানিয়েছেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী। আজ বৃহস্পতিবার বিকালে খুলনায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্রদল নেতা মিলনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে।
আইজিপি বলেন, পুলিশ হেফাজতে কেউ মারা গেলে কী ধরনের তদন্ত হবে, তা আইনে বলা আছে।
তিনি বলেন, একটি সমাজকে মাদকমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দরকার। পুলিশ শুধু আইনি বিষয়টা দেখতে পারে কিন্তু সমাজকে মাদকমুক্ত করতে তার স্কুল, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবার অংশগ্রহণ প্রয়োজন। এজন্য মাদকমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।
প্রসঙ্গত, গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে রমনা থানা পুলিশ জাকির হোসেনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় ডিবি পুলিশ। রিমান্ড শেষে রবিবার মিলনকে অসুস্থাবস্থায় আদালতে নেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার কারাগারে অসুস্থবোধ করলে মিলনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a reply