কেরালায় বৃষ্টি-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬

|

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও ভূমিধসে ভারতের কেরালা রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে। এখনো বহু মানুষ নিখোঁজ।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। সবচেয়ে দুর্ভোগে আছে কোত্তায়াম ও ইদ্দুকি জেলা। ভারি বৃষ্টিপাত-ভূমিধসে সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি ভেসে গেছে। রোববারও (১৭ অক্টোবর) উদ্ধার করা হয়েছে একই পরিবারের ৬ জনের মরদেহ। বাকি নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা যোগ দিয়েছে সেনাবাহিনী। দুর্যোগপূর্ণ এলাকা থেকে মানুষদের উদ্ধার এবং ত্রাণ সরবরাহে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

উল্লেখ্য, ২০১৮ সালে শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয় কেরালায়। যাতে মারা যান কমপক্ষে ৪০০ মানুষ, পাশাপাশি বাস্তুচ্যুত হয় দু’লাখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply