মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহত ৪ সেনা সদস্যের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। ঢাকা সেনানিবাসে এই জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা নামাযে অংশ নেন তিনবাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা। এরপর তিনবাহিনীর প্রধান নিহতদের মরদেহে শ্রদ্ধা জানান। জাতিসংঘের মালিতে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনেও এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দুপুরে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পূর্ণ সামরিক কায়দায় দাফন করা হবে।
এরা হলেন, ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ল্যান্স কর্পোরাল আকতার, সৈনিক রায়হান ও সৈনিক জামাল। গত ২৮ ফেব্রুয়ারি আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। আহত হন অন্তত আরও ৪ জন।
Leave a reply