Site icon Jamuna Television

দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এ সময় তারা বলেন, হিন্দুধর্মাবলম্বীদের ওপর হামলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার হাজার বছরের ঐতিহ্য আজ ম্লান হয়ে গেছে। এই হামলা বাংলাদেশের জন্য চরম লজ্জার বলেও মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে গুজব রটিয়ে দেশজুড়ে তাণ্ডব চালানো হয়েছে। এই ধরনের সাম্প্রদায়িক হামলা বারবার হলেও কোনো সরকারই কঠোর কোনো ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই অবিলম্বে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

ইউএইচ/

Exit mobile version