পাক-ভারত ম্যাচ বাতিলের আহ্বান

|

ছবি: সংগৃহীত

অরাজকতা ও দাঙ্গার আশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ বাতিল করার আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজনৈতিক নেতা কর্মীরা। এমন অবস্থায় শঙ্কা জেগেছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচ নিয়ে।

মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। চলছে প্রথম পর্বের খেলা। এরই মধ্যে ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সুপার টুয়েলভের ম্যাচগুলো। এর পরের দিনই মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেনি ভারত এবং পাকিস্তান।এত বছর পর অরাজকতা ও দাঙ্গার আশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ বাতিল করার আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজনৈতিক নেতা কর্মীরা। পাক-ভারত মহারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উত্তেজনা। তারই সাথে চলছে এই দু’দলের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই।

এবার এই আগুনে ঘি ঢেলে যোগ দিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিরা। সেই সাথে ভারত পাকিস্তানের ম্যাচ বন্ধের দাবিও জানিয়েছেন তারা। তাদের মতে, এই ম্যাচের কারণে বাড়তে পারে দুই দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ভারত-পাকিস্তানের ম্যাচটির ব্যাপারে আবার বিবেচনা করা দরকার। কারণ জম্মু-কাশ্মীরের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিবেশ চলছে।

এ ছাড়া পাঞ্জাবের কেন্দ্রীয় মন্ত্রী পারগাত সিং সরাসরি এ ম্যাচ বাতিলের দাবি তুলেছেন। তিনি বলেছেন, দুই দেশের সীমান্তের অবস্থা এখন স্বাভাবিক নয়। এই ম্যাচের কারণে আবারও দাঙ্গা সৃষ্টি হতে পারে। এমনটি করা আমাদের মোটেও উচিত হবে না।

এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। এখন অপেক্ষা ২৪ অক্টোবরের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply