কোভিড পরবর্তী জটিলতায় মারা গেলেন কলিন পাওয়েল

|

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল।

আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির সাবেক চিফ অফ জয়েন্ট স্টাফ কলিন পাওয়েল মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, কিছুদিন আগেই করোনা থেকে সুস্থ হয়েছিলেন কলিন, বিভিন্ন শারীরিক জটিলতায়
গতকাল সোমবার তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) কলিন পাওয়েলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কলিন ছিলেন একজন ভাল বাবা ও দাদু, এবং সর্বোপরি একজন ভাল আমেরিকান। তিনি পুরোপুরি ভ্যাকসিনেটেড ছিলেন, ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারকে ধন্যবাদ তাদের আন্তরিক সেবার জন্য।

কর্মময় ক্যারিয়ারে কলিন পাওয়েল দায়িত্ব পালন করেছেন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে (১৯৮৭-৮৯)। এছাড়াও ১৯৮৯ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের আমলে মার্কিন সশস্ত্র বাহিনী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ৪ তারকা প্রাপ্ত এ সাবেক জেনারেল।

২০০১ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে কলিন পাওয়েল নিযুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি এত বড় প্রশাসনিক পদ পেয়েছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply