চোখে কাপড় বেঁধে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ চবি শিক্ষকের

|

চোখে কাপড় বেঁধে প্রতিবাদরত ড. আতিকুর রহমান।

চোখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিকুর রহমান। ক্যাম্পাসের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে এক ঘন্টা ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি।

‘সম্পূর্ণ ব্যক্তিগত অবস্থান থেকে এ প্রতিবাদ।’ উল্লেখ করে ড. আতিকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে যে হামলা হয়েছে তা নিন্দনীয় ও জঘন্য। আক্রান্তরা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামেও তাদের অবদান রয়েছে। সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান এ শিক্ষক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply