বিএনপির হাজারো নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের অপেক্ষা করছে; কিন্তু, দলীয় সভানেত্রীর অনুমতি না পাওয়ায় তাদের দলে নেয়া হচ্ছে না। একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়েছে; তাই দলটির জনসভাগুলো ব্যর্থ হচ্ছে।
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন শঙ্কা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন দিয়েই দেশবাসীর মন জয় করেছে দল। তাই, আগামী নির্বাচন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
Leave a reply