পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালি উপজেলার চিরাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ১২ টার দিকে চিরাপাড়া ব্রিজ সংলগ্ন টেম্পু স্ট্যান্ডের কাছে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের সুত্রপাত কীভাবে হয়েছে তা এখনও বলতে পারেনি ফায়ার সার্ভিস বা স্হানীয়রা কেউ।
এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অনেক দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কতগুলো দোকান আগুনে পুড়েছে তাও নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। স্হানীয় ব্যবসায়ীরা জানান আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে মাত্র, এখনি সঠিকভাবে কিছু বলা সম্ভব না।
Leave a reply