বন্দীদের খাবারের জন্য দেওয়া সরকারি বরাদ্দের অর্থে নিজের জন্য সমুদ্রের তীরে কিনেছেন বিলাস বহুল বাড়ি কিনেছেন কারারক্ষী শেরিফ। এটি নাকি পুরোপুরি আইনসিদ্ধ, এমনটিও বলেছেন ওই শেরিফ!
যুক্তরাষ্ট্রে আলাবামা রাজ্যের এটোয়াহ কাউন্টিতে এ ঘটনাটি ঘটেছে। বার্মিংহাম নিউজকে শেরিফ টড এনট্রেকিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রাজ্যের আইন সভায় পাস হওয়া একটি আইনতে আওতায় তিনি এ কাজ করেছেন। ওই আইনে বন্দীদের জন্য বরাদ্দ দেওয়া অর্থ বেঁচে যাওয়া ‘অতিরিক্ত অর্থ শেরিফ নিজের জন্য রাখতে পারেন।
রাজ্যের নৈতিক ফর্মে প্রতি বছর ‘আড়াই লাখ ডলারের বেশি’ অর্থ নেওয়ার কথা তিনি জানান। গত তিন বছরের হিসাবে এর পরিমাণ দাঁড়ায় সাড়ে সাত লাখ ডলারের বেশি।
শেরিফের বার্ষিক বেতন ৯৩ হাজার ডলারের বেশি। শেরিফ টড ও তার স্ত্রী সাত লাখ ৪০ হাজার ডলারে সুইমিং পুলসহ চার কক্ষের একটি বাড়ি কিনেছেন।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply