নিউক্যাসল ইউনাইটেডের মাঠ সেন্ট জেমস পার্কে চলছে প্রিমিয়ার লিগের ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই, স্টেডিয়াম জুড়ে সমর্থকদের হই-হুল্লোড়, সবকিছুর মাঝে হঠাৎ নেমে আসে নিস্তব্ধতা। কারণ এক নিউক্যাসল ভক্ত। যিনি ম্যাচ দেখতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
রোববার (১৭ অক্টোবর) রাতে মুখোমুখি হয় নিউক্যাসল ইউনাইটেড ও টটেনহ্যাম। হঠাৎ এক ভক্ত অসুস্থ হয়ে পড়ায় সেই ভক্তকে সাহায্য করতে এগিয়ে এলেন দু’দলের ফুটবলাররা। থামানো হলো খেলা, রেফারিকে বল হলো যত দ্রুত সম্ভব ওই অসুস্থ ভক্তকে যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এমন বিরল দৃশ্যে এর আগে দেখেনি ফুটবল বিশ্ব। ম্যাচ তখন পুরোদমে চলছে। তবে হঠাৎই রেফারি আন্দ্রে ম্যারিনারকে খেলা বন্ধ করতে বলেন টটেনহ্যামের তারকা উইং ব্যাক সের্জিও রেগুইলন। স্প্যানিশ তারকা রেফারিকে জানান গ্যালারির পূর্ব-স্ট্যান্ডে উপস্থিত এক নিউক্যাসল ভক্ত অসুস্থ হয়ে পড়েছেন। ফলে খেলা স্থগিত রেখে সেই ভক্তকে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ফুটবলাররাও রেগুইলনের মতো খেলা বন্ধ করতে বলেন। নিউক্যাসল ফুটবলাররা নিজেদের টিম ডাক্তারকে পাঠান সেই ভক্তকে দেখে আসতে।
এমন অবস্থায় ফুটবলারদের ড্রেসিংরুমে ফিরে যাওয়ার নির্দেশ দেন রেফারি। ম্যাচ বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। অ্যাম্বুলেন্সে করে সেই ভক্তকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভক্তটি স্ট্রেচারে মাঠ ছাড়ার সময়ে গ্যালারির সবাই সমবেত ভাবে ‘গেট ওয়েল সুন’ বলে চিৎকার করেন। ফুটবলারদের কাছে খবর পৌঁছায় সেই ভক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই দু’দলই মাঠে নামে। ফুটবলাররা হাল্কা ওয়ার্ম আপ করেন। স্থগিত হওয়া ম্যাচ আবার শুরু হয়।
শেষ খবর পর্যন্ত, অসুস্থ সেই ভক্ত হৃদরোগে আক্রান্ত হলেও আপাতত স্থিতিশীল আছেন।
Leave a reply