নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারীর মৃত্যু

|

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় শিমু আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম সোহেল রানা। সে রাজবাড়ী গোয়ালন্দ থানার সরুপার চর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) সোহাগ মিয়া জানান, শহরের চাষাঢ়ায় ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply