পাপুয়া নিউগিনিকে বড় টার্গেট স্কটল্যান্ডের

|

বাউন্ডারি হাঁকাচ্ছেন রিচি বেরিংটন। ছবি: সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে পাপুয়া নিউগিনিকে ১৬৬ রানের বড় টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। রিচি বেরিংটন এবং ম্যাথু ক্রসের দারুণ ব্যাটিংয়ে বিশ্বকাপে পাপুয়া নিউগিনির টিকে থাকার সম্ভাবনাকে শঙ্কায় ফেলে দিয়েছে স্কটিশরা।

বাংলাদেশকে হারিয়ে আগে থেকেই উজ্জীবিত কাইল কোয়েটজারের দল। পাপুয়া নিউগিনিকে আজ হারাতে পারলেই সুপার টুয়েল্ভের দিকে বড় একটা পদক্ষেপ দিয়ে রাখা যাবে। অন্যদিকে ওমানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরে বিপাকে পাপুয়া নিউগিনি। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় চাই তাদের। এমন সমীকরণ সামনে রেখেই শুরু হয়।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার। তবে খুব একটা ভালো সূচনা পায়নি তারা। ২৬ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার কোয়েটজার এবং জর্জ মান্সি। রিচি বেরিংটন এবং ম্যাথু ক্রসের ৯২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে বড় এক সংগ্রহের দিকেই যায় স্কটিশরা। বেরিংটন ৪৯ বলে ৭০ এবং ক্রস করেন ৩৬ বলে ৪৫ রান। এরপর আর কোনো ব্যাটারই তেমন ভালো করতে না পারলেও ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্কটল্যান্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply