ইসরায়েলে সমুদ্রের তলদেশে পাওয়া গেল ক্রুসেডে ব্যবহৃত তলোয়ার

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলের একটি সমুদ্রের তলদেশ থেকে ধর্মযুদ্ধ বা ক্রুসেডে ব্যবহৃত তলোয়ার উদ্ধার হয়েছে। সমরাস্ত্রটি প্রায় ৯০০ বছরের পুরানো।

ইসরাইলের অ্যাটলিট শহরের শোলমি কাটজিন উদ্ধার করেছেন এই তলোয়ার। পেশায় ডুবুরি কাটজিন বাড়ির কাছেই কারমেল সৈকতে ডাইভিংয়ের সময় খুঁজে পান তলোয়ারটি।

ধারণা করা হচ্ছে, মধ্যযুগে মুসলিমদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে তলোয়ারটি ব্যবহার করেছেন নাইট উপাধিতে ভূষিত কোনো খ্রিস্টান সেনা। ক্রুসেড যুগের তলোয়ারের পাশাপাশি পাওয়া গেছে প্রায় চার হাজার বছর আগের মাটির পাত্র, ধাতব নোঙরসহ আরও বেশকিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

প্রায় হাজার বছর পূর্বে মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় লোকজনের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ অনুষ্ঠিত হয়। এরপর একই কারণে আরো কয়েকটি যুদ্ধ হয় মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে। যার মূল কেন্দ্র ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। এটির দখল নিয়ে তখন ব্যাপক রক্তস্রোত চলে এলাকাটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply