অনিশ্চয়তায় দুলছে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য

|

অনিশ্চয়তায় ক্রিকেটার ও দেশবাসী। ছবি: সংগৃহীত

আকিব ইলিয়াস ও কাশ্যপ প্রজাপতিকে ফিরিয়েছিলেন বোলিংয়ে। এরপর দুর্দান্ত ক্যাচে ফিরিয়েছেন ওমান অধিনায়ক জিশান মাকসুদকে। বাজে ফিল্ডিং ও বোলিংয়ের প্রদর্শনীর মাঝে যেন এক চিলতে আশার আলো হয়ে আছেন মোস্তাফিজুর রহমান।

ক্রিজে ভালোভাবেই থিতু ওপেনার জিতেন্দার সিং। তার সাথে জিশান মাকসুদ মিলে ওমানকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের বন্দরে। রান-বলের সমীকরণ যখন হচ্ছে জটিলতর, তখনই মেহেদি হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন ওমান অধিনায়ক। ছুটে গিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মোস্তাফিজ।

এর কিছুক্ষণ পরই সাকিব আল হাসানের বল স্লগ সুইপ খেলতে গিয়ে লিটন দাসের হাতে ধরা পড়েন জিতেন্দার সিং। দুই ইনফর্ম ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ভালোভাবেই আছে বাংলাদেশ।

প্রতিবেদনটি তৈরির সময় ওমানের রান ছিল ১৩ ওভারে ৪ উইকেটে ৯২। জয়ের জন্য এখনও দরকার ৪২ বলে ৬২ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply