পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টাকারী ভারতীয় একটি সাবমেরিনকে ঠেকিয়েছে দেশটির নৌবাহিনী। পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ দাবি করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ২০১৬ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা করলো ভারতীয় সাবমেরিন।
ইসলামাবাদ বলছে, গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাত ১১টা ১৮ মিনিট থেকে ১১টা ৩৬ মিনিটের এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে দেশটির সেনারা।
বিবৃতিতে বলা হয়, নেভির সামুদ্রিক টহল বিমান থেকে প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা হয় ভারতীয় সাবমেরিনটি। নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় পাক নৌবাহিনী। এ বিষয়ে এখনও ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০১৬ ও ২০১৯ সালেও একইভাবে ভারতীয় সাবমেরিন পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালায় বলে অভিযোগ পাকিস্তানের।
Leave a reply