নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এক মাসের ব্যাবধানে আরেকটি ত্রিদেশীয় সিরিজে ফাইনালের হাতছানি। রোববারের ফাইনাল নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। পরিসখ্যানে লংকানদের চেয়ে আত্মবিশ্বাসের পাল্লা ভারি বাংলাদেশের। এই কলোম্বোর প্রেমাদাসায় শেষ দুই ম্যাচে শতভাগ জয়ের সুখস্মৃতি আছে রিয়াদ- মুশফিকদের। খেলা নিশ্চিত না হলেও দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল-হাসান।
আগের ম্যাচের ছোট খোটো ভুল শুধরে নিতে পারলে লংকানদের হারিয়ে ফাইনাল যেতে আত্মবিশ্বাসী কোচ কোর্টনি ওয়ালশ। তবে বোলিংয়ে উন্নতির জায়গা দেখেন এই ক্যারিবিয়ান। টুর্নামেন্টে নিজেদের সামর্থ অনুযায়ী বল করতে পারেনি বোলাররা। এই ম্যাচে তাই শিষ্যদের কাছ থেকে পরিকল্পনা অনুযায়ী সেরাটা চান ওয়ালশ।
ঘরের মাঠে ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করতে চায়না শ্রীলঙ্কাও। তবে লড়াইটা সমানে সমানে হবে, এমনটাই বিশ্বাস লংকান কোচ হাথুরুসিংহের। গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে সাকিবের খেলার ইঙ্গিত হাথুরুসিংহের কন্ঠেও। তবে একই সাথে জানিয়ে দিয়েছেন, সাকিবকে নিয়ে মোটেও চিন্তিত নন তিনি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচটি।
Leave a reply