কৃষি উন্নয়নে যন্ত্রীকিকরণের উদ্যোগ নিয়েছে সরকার

|

৬০ জন শ্রমিক ১ ঘণ্টায় যে পরিমাণ ধান কেটে মারাই করতে পারে, সে পরিমাণ কাজ একাই করতে পারে একটি কম্বাইন হারভেস্টর মেশিন। একইভাবে ২ জন শ্রমিক পটেটো ডিগার দিয়ে ৮০ শ্রমিকের সমান আলু তুলতে পারে। অল্প সময়ে ও অল্প শ্রমে বেশি কাজ করার লক্ষ্যে কৃষিযন্ত্রপাতির ব্যবহার বাড়াতে ৩ হাজার কোটি টাকার কৃষিযন্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে ফসলের অপচয় ১০ থেকে ১৫ ভাগ কমে যায়। একইভাবে দ্রুত কাজ করতে পারায় চাষাবাদের সময় বাঁচবে অর্ধেক। ফসলের আবাদ থেকে ঘরে তোলার খরচ কমে যাবে ২০ ভাগ। কৃষি সম্প্রসারণ অধিদফরের মহাপরিচালক আসাদুল্লাহ জানালেন, এ লক্ষ্যে কৃষকের উৎপাদন খরচ কমাতে ৩ হাজার ২০ কোটি টাকার কৃষি যন্ত্রীকিকরণ প্রকল্পের কাজে বেশ সাড়া পেয়েছেন তারা।

এসিআই এগ্রিমেশিনারির ব্যবস্থাপনা পরিচালক ড. এফ আনসারি জানালেন, কৃষি উন্নয়নের জন্য সরকার ভর্তুকি দিয়ে অর্ধেক দামে কৃষককে দিচ্ছে এসব যন্ত্রপাতি।

২০২৫ সালের জুন পর্যন্ত সরকার ধানের চারা লাগানোর ট্রান্সপ্লান্টার, বীজ ছিটনোর সিডার, ড্রায়ার, গাজর পরিস্কার করার ওয়াসারসহ মোট ১২ ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply