তালেবানের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান নিয়ে বৈঠকের প্রথম দিন তালেবান সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছে রাশিয়া। আফগানিস্তান ইস্যুতে ভারত, চীন ও পাকিস্তানসহ দশটি দেশ নিয়ে আয়োজিত বৈঠকে নিজেদের এই অবস্থান তুলে ধরে রাশিয়া।

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের এটিই প্রথম হাই প্রোফাইল আন্তর্জাতিক বৈঠক। 

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ অক্টোবর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেন, আফগানিস্তানে এখন নতুন প্রশাসন ক্ষমতায়। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আনতে আমরা তাদের প্রচেষ্টা লক্ষ্য করছি। এই বৈঠকে যুক্তরাষ্ট্র অংশ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে তালেবান প্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকেও তালেবান দলের নেতা ছিলেন।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, তালেবানকে স্বীকৃতি দিতে তার দেশ তাড়াহুড়ো করবে না। তবে রাশিয়া তালেবানের সাথে সম্পর্ক রাখতে আাগ্রহী বলেও মন্তব্য করেছিলেন তিনি।

তালেবান নেতৃত্বাধীন ইসলামিক আমিরাত সরকার প্রত্যাশা করছে, মস্কোতে বৈঠকের মাধ্যমে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ খুলবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply