টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষের পথে। জটিল সমীকরণের ম্যাচে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ’বি’ গ্রুপের প্রথম রাউন্ডের শেষ দিনের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে দু’দল। অন্য ম্যাচে মাঠে নামবে একই গ্রুপের ওমান এবং স্কটল্যান্ড।
এই গ্রুপ থেকে এখনও নিশ্চিত হয়নি কোন দুই দল যাচ্ছে সুপার টুয়েলভে। তাই নানা হিসাব আর সমীকরণ নিয়ে মাঠে নামবে দলগুলো। প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে স্কটল্যান্ড, দুই হার নিয়ে সবার নিচে অবস্থান পাপুয়া নিউগিনির। একটি করে ম্যাচ জিতেছে ওমান ও বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় দুই নম্বরে ওমান আর তিনে আছে বাংলাদেশ। শেষ দিনের খেলার ফলাফলের ওপর নির্ভর করছে সুপার টুয়েলভে যাবে কোন দুই দল।
ইউএইচ/
Leave a reply