শাহরুখের বাড়ি তল্লাশি শেষে যা বললো এনসিবি

|

বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ এ অভিযান চালিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের আগে ছয় সদস্যের একটি দল কিং খানের বাড়িতে প্রবেশ করে। তবে তারা বাড়ির ভেতরে মাত্র ১৫ মিনিট ছিলেন।

বের হয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবির কর্মকর্তারা। তাদের কাছে জানতে চাওয়া হয়, কী উদ্দেশ্যে মান্নাতে গিয়েছেন তারা। জবাবে এনসিবির এক কর্মকর্তা বলেন, তদন্ত চলছে। এনসিবি যখন কোনও ব্যক্তির বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে, তিনিও সরাসরি ঘটনার সাথে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।

প্রসঙ্গত, শাহরুখের বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জেল খাটছেন। ১৯ দিন আগে তাকে গ্রেফতার করেছে এনসিবি। দফায় দফায় জামিনের আবেদন করেও ছেলেকে মুক্ত করতে পারছেন না কিং খান। তাই আজ (২১ অক্টোবর) নিজেই ছুটে যান জেলে। মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলের সাথে দেখা করেন।

কিন্তু এরই ফাঁকে তার বাড়িতে হানা দেয় এনসিবি। এই ঘটনাকে সহজভাবে দেখছে না সাধারণ মানুষ। নানা রকম প্রশ্ন উঠছে ঘটনাটি ঘিরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply