থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে থামলো রিয়াদ-ঝড়

|

ছবি: সংগৃহীত

খেলোয়াড়দের ব্রেইন-ফেইডের কথা শোনা গেলেও আম্পায়ারদের তেমনটা দেখা যায়নি কখনও। তবে ক্রিস গ্যাফানি হয়তো আম্পায়ারের ব্রেইন ফেইডের নিদর্শনও রাখলেন আজ। বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করা ক্রিস গ্যাফানি নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পর মুহূর্তেই আবার পরিবর্তন করলেন মন। জানিয়ে দিলেন, সিদ্ধান্তটি হবে ‘আউট’!

ডেমিয়েন রাভুর বলটি ছিল ফুলটস। কোমরেরও বেশি উচ্চতার বলটিকে লেগ সাইডে গ্লাস করে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলটিকে তালুবন্দি করতে ভুল করেননি সোপার। রিভিউ নেন মাহমুদউল্লাহ। নো-বলে থেমে যাবে তার ঝড়, তা হয়তো সমর্থকদের মতো মেনে নিতে পারছিলেন না তিনিও। রিপ্লেতে দেখা যায়, কোমরে উপরেই ছিল রাভুর বল। সে অনুযায়ী প্রথমে নট আউটের সিদ্ধান্তও ভেসে আসে জায়ান্ট স্ক্রিনে। পরক্ষণেই আবার জায়ান্ট স্ক্রিন দেখায়, আউটের সিদ্ধান্ত জানিয়েছেন টিভি আম্পায়ার।

এতেই থেমে গেছে রিয়াদ ঝড়। ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সাজানো মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন মাত্র ২৮ বলে ৫০ রান। প্রতিবেদনটি লেখার সময় টাইগারদের সংগ্রহ ১৯ ওভারে ৭ উইকেটে ১৬১।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply