Site icon Jamuna Television

ঋণ খেলাপির দায়ে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

ঋণ খেলাপীর দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিনসহ (নৌকা প্রতীক) তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নুরুল আমিন চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন বাতিল হওয়া অপর দুইজন হলেন চর কাদিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হোসেন আহাম্মদ হাওলাদার ও চর মার্টিন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম বাবুল মুন্সি।

এ ছাড়া ঋণ খেলাপীর দায়ে চর মার্টিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের মো. মালেক ও ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর রামগতি ও কমলনগরের উপজেলার ৪ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

/এসএইচ

Exit mobile version