মুম্বাইয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ তলা থেকে পড়ে নিহত ১ (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে আগুন লাগে। ৬৪ তলার সেই বহুতল ভবনের ২০ তলায় আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

দমকল কর্মীরা বলছেন, এরই মধ্যে ২০ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। অন্য ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও এখন কমেছে। তবে কীভাবে আগুন লাগলো তা এখনই জানা যায়নি। ভবনটির ভেতরে বেশ কয়েকজন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, চলছে উদ্ধার অভিযান।

এ ঘটনায় এরই মধ্যে অরুণ তিওয়ারি (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আগুন থেকে বাঁচতে ২০ তলার কার্নিশ ধরে ঝুলতে দেখা যায় তাকে। এক পর্যায়ে হাত ফসকে গেলে মাটিতে আছড়ে পড়েন তিনি। পরে অরুণকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই তরুণের বহুতলভবন থেকে পড়ে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply