টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে হোঁচট খেলে সেমিফাইনালে পৌঁছাতে পারবে না পাকিস্তান। এমন দাবি করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হজ।
আগামী রবিবার (২৪ অক্টোবর) ভারতের বিপক্ষে ধ্রুপদি লড়াই দিয়ে শুরু হবে পাকিস্তানের এবারের
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। যেখানে প্রথম ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে এই ভেন্যুতে সদ্য আইপিএল শেষ করা ভারতীয় ক্রিকেটাররা। আর বড় লক্ষ্য সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের।
তবে পাকিস্তানের টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারাতে হবে। নইলে সেমিফাইনালে পৌঁছানো বাবর আজম বাহিনীর জন্য কঠিন হবে বলেই মনে করেন ব্রাজ হজ।
হজ বলেন, আমার দৃষ্টিতে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ভারত। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলে পাকিস্তানের জন্য সেমিফাইনাল কঠিন হয়ে যাবে। কারণ পাকিস্তানের গ্রুপে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মতো দল আছে। প্রথম ম্যাচ হেরে মোমেন্টাম হারালে সেটি পাকিস্তানের জন্য ফিরে পাওয়া কঠিন হবে বলেই মনে করেন হজ।
Leave a reply