বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে হামলায় উদ্বেগ জানিয়েছে, ইউএনএইচসিআর। এক বিবৃতিতে তারা বলেছে, ২২ অক্টোবরের ওই হামলায় ফলে কমপক্ষে সাতজন শরণার্থীর মৃত্যু হয়, শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়।
বিবৃতিতে তারা শরণার্থী শিবিরে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে। তারা ওই ঘটনায় উস্কানিদাতা ও দায়ীদের দ্রুত আইনের আওতায় নেওয়ারও আহ্বান জানায়।
রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে ইউএনএইচসিআর বিবৃতিতে জানায়, সহিংসতা থেকে রক্ষা পেতেই তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।
Leave a reply